নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নির্দেশনায় বড় কবরস্থান এলাকা সংলগ্ন আব্দুল আজিজ ডিএসপি বাড়ির পার্শ্ববর্তী খাল পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়। ২২ এপ্রিল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১০ জন পরিচ্ছন্নকর্মী ও সেবক এই কাজে নিয়োজিত ছিল।
পরিচ্ছন্ন কাজ চলাকালে কাউন্সিলর শহিদুল আলম বলেন, বর্ষার আগে ওয়ার্ডের সব ছোট বড় খাল পরিষ্কারে সাধ্যমত চেষ্টা করছি। বর্ষায় জলাবদ্ধতা থেকে রেহায় পেতে চাইলে আরো শ্রমিক ও বর্ধিত লোকবল নিয়োগ করে নালা খালগুলো পরিষ্কার করা লাগবে। সেজন্য তিনি মেয়রের আন্তরিক সহায়তা কামনা করেন।