চট্টগ্রাম চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর বলেন, আমরা শিশুটির কাপড়-চিকিৎসাসহ যা প্রয়োজন তার ব্যবস্থা করেছি। বর্তমানে নবজাতককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে নবজাতিকার বাবা-মাকে খুঁজে বের করার চেষ্টা করা হবে। আমরা সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। আপাতত শিশুটি পুলিশের কাছে থাকবে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা ও সেবা যত্ন নিচ্ছি।
পুলিশ সূত্রে জানা যায়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সামনের ফুটপাতে নবজাতিকা পড়ে থাকার খবরটি জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে পেয়ে নবজাতিকাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।