আজ রোববার (২৫ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনসহ করোনায় চট্টগ্রামে মোট মারা গেছেন ৪৯৭ জন। যার মধ্যে নগরীর ৩৭০ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ১২৭ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, চট্টগ্রামের ছয়টি ল্যাবে ১৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৭১ জনের করোনা শনাক্ত হয়। যার মধ্যে চট্টগ্রামে নগরীর ১৪১ জন আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৪৮ হাজার ৮৮৭ জন। যার মধ্যে চট্টগ্রাম নগরীর ৩৯ হাজার ২৪১ জন্য আর চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৯ হাজার ৬৪৬ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮ হাজার ৮৮৭ জন।