বেলা বাড়ার সাথে সাথে বন্দর নগরী চট্টগ্রামেও খুলেছে নামিদামি শপিংমল থেকে শুরু করে সব ধরণের দোকানপাট। ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম।
আজ নগরীর ইউনেস্কো সিটি সেন্টার, সেন্ট্রাল প্লাজা, স্যানমার ওশান সিটিতে গিয়ে দেখা যায় কোথাও কোথাও ক্রেতাদের ভিড়, আবার কোথাও নীরবতা।
ব্যবসায়ীরা বলছে, শপিংমল খোলা হলেও লকডাউনে রাস্তায় গাড়ি না থাকাতে ক্রেতারা আসছে না। ফলে বেচাকেনাও নেই।
লকডাউন পরিস্থিতিতে শপিং করতে আসা ক্রেতারা বলেন, আমরা মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে শপিং করতে এসেছি।
করোনা পরিস্থিতির মাঝেও নানা নির্দেশনায় আজ থেকে খুলেছে দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। সরকারের নির্দেশনা মেনেই মার্কেট ও শপিংমলে রাখা হয়েছে।