চট্টগ্রামে শপিংমল খোলার প্রথম দিনে চলছে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা

করোনার প্রকোপ ঠেকাতে লকডাউনের টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ খুলেছে দেশের শপিংমলগুলো। সব ধরণের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে দোকানপাট ও শপিংমল।

বেলা বাড়ার সাথে সাথে বন্দর নগরী চট্টগ্রামেও খুলেছে নামিদামি শপিংমল থেকে শুরু করে সব ধরণের দোকানপাট। ধীরে ধীরে বাড়ছে ক্রেতাদের সমাগম।

আজ নগরীর ইউনেস্কো সিটি সেন্টার, সেন্ট্রাল প্লাজা, স্যানমার ওশান সিটিতে গিয়ে দেখা যায় কোথাও কোথাও ক্রেতাদের ভিড়, আবার কোথাও নীরবতা।

ব্যবসায়ীরা বলছে, শপিংমল খোলা হলেও লকডাউনে রাস্তায় গাড়ি না থাকাতে ক্রেতারা আসছে না। ফলে বেচাকেনাও নেই।

নগরীর বেশ কয়েকটি শপিংমল ঘুরে দেখা যায়, মার্কেটের সামনে নিরাপত্তাকর্মীরা কাউকে মাস্ক ছাড়া প্রবেশ করতে দিচ্ছে না। সেই সাথে ক্রেতাদের মলে ঢোকার আগেই স্যানিটাইজ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনেই চলছে শপিংমলে বেচাকেনা।

লকডাউন পরিস্থিতিতে শপিং করতে আসা ক্রেতারা বলেন, আমরা মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে শপিং করতে এসেছি।

করোনা পরিস্থিতির মাঝেও নানা নির্দেশনায় আজ থেকে খুলেছে দেশের সব ধরনের মার্কেট ও শপিংমল। স্বাস্থ্যবিধি মেনেই চলছে বেচাকেনা। সরকারের নির্দেশনা মেনেই মার্কেট ও শপিংমলে রাখা হয়েছে।

চট্টগ্রামলকডাউনশপিংমল
Comments (0)
Add Comment