তিনি আজ সোমবার (২৬ এপ্রিল) সকালে টাইগারপাসস্থ চসিক অস্থায়ী ভবনে তাঁর কার্যালয়ে গরীব ও অস্বচ্ছল রোজাদারদের মধ্যে বিতরণের জন্য বিএসআরএম গ্রুপ এন্ড ইন্ডাষ্ট্রিজের পক্ষ থেকে এক হাজার প্যাকেট ইফতার সামগ্রী গ্রহণকালে এ কথা বলেন।
প্যাকেটে রয়েছে চাল, ডাল, ভোজ্যতেল, আলু, সাবান ইত্যাদি। এ সময় মেয়র বিএসআরএম কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এভাবে ধনী শিল্পপতিরা এগিয়ে এলে মানবিক কল্যাণ কর্মকান্ড সম্প্রসারিত হবে।
এসময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, বিএসআরএম-এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা এ. কে.এম সাইফুদ্দিন খান ও উপ মহা-ব্যবস্থাপক (পরিবহন) মো. নুরুন্নবী তালুকদার উপস্থিত ছিলেন।