মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
এই সময় তিনি বলেন, প্রত্যেকে নিজের বাড়ির আঙ্গিনা, পুকুর, জলাশয় ও আশপাশ পরিষ্কার রাখুন। আপনার বাড়ির বর্জ্য নালা-নর্দমা কিংবা যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলুন। যেখানে সেখানে নালা-নর্দমায় ময়লা আবর্জনা ফেললে তাতে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে মশার প্রজনন বৃদ্ধি পেয়ে ডেঙ্গু-ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগ ছড়ায়। তাই রাউজান পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে পৌরবাসীর সহযোগিতা চাই।
তিনি আরো বলেন, আমরা সবাই পরিচ্ছন্নতার বিষয়টি নিজ নিজ জায়গা থেকে দেখাশোনা করলে রাউজান পৌরসভা গ্রিন এবং ক্লিন এলাকা হিসেবে সারাদেশের কাছে পরিচিতি লাভ করবে।
এ সময় রাউজান পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।