গতকালকে যে ঘটনা ঘটেছে, বসুন্ধরার এমডির বিরুদ্ধে গুলশান থানায় মামলাও দায়ের করা হলো। তাদের বিরুদ্ধে আইন কী বলে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি পরিষ্কার…আইন, আইন অনুযায়ী চলবে। যে-ই অপরাধী হয় তাকে আইনের মুখোমুখি হতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।’
গত মঙ্গলবার দিবাগত রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ওই তরুণীর বোন বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এরপর থেকেই বিভিন্ন মহলে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়।