করোনায় উপহার সামগ্রী বিতরণ চট্টগ্রাম জেলা প্রশাসনের

চট্টগ্রাম মহানগরের ৬১০ জন শিল্পী, অসচ্ছল নির্মাণশ্রমিক, ভ্যানচালক ও দিনমজুরকে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ৬১০ প্যাকেট উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে জামালখানের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম।

প্রতি প্যাকেট উপহার সামগ্রীর মধ্যে ছিল ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল ও ১টি সাবান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী, জেলা শিল্পকলা একাডেমি কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার ও নাট্য ব্যক্তিত্ব তাপস শেখর দাশ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণ কাজে সহযোগিতা করে স্বেচ্ছাসেবক টিম বেটার ফিউচার বাংলাদেশ ।

চট্টগ্রাম জেলা প্রশাসন
Comments (0)
Add Comment