চ্যম্পিয়ান্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে গতবারের রানার্সআপ পিএসজি কে হারিয়ে ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেলো ম্যানচেস্টার সিটি। প্যারিসের পার্ক ডি প্রিন্সেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা তেমন একটা ভালো হয়নি ম্যানসিটির, খেলায় ছন্দ হারিয়েও শেষ পর্যন্ত দুর্দান্ত জয়ে ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো পেপ গার্দিওলার শীর্ষরা।
গতকাল রাতে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে ম্যানসিটি। গোল দুটি করেছেন কেভিন ডি ব্রুইনে ও রিয়াদ মাহরেজ। নকআউট পর্বের প্রথম দুইরাউন্ডে বার্সেলোনা ও বায়ার্নমিউনিখের বিপক্ষে পিএসজির জয়ের নায়ক এমবাপ্পে এদিন ছিলেন নিজের ছায়া হয়ে।
নেইমার মাঝে মধ্যে আশা দেখালেও কাজের কাজ কিছুই করতে পারেননি বরং পাল্লা ভারি করেছে হলুদ কার্ডের। সেই সাথে হলুদ কার্ডে আরো তিনজন। আর শেষের দিকে ইদ্রিয়া গেয়ি লাল কার্ড দেখলে একজন কম নিয়ে আর লাড়াই-ই করতে পারেনি গতবারের রানার্সআপরা।
ম্যাচের ১৫মিনিটে ডিমারিয়ার দারুণ কর্নারে লাপিয়ে হেডে দলকে এগিয়ে নেন মার্কিনিয়স। পরে অবশ্য ৬৪ মিনিটে পিএসজিকে চমকে দিয়ে সমতা টানে ম্যানসিটি, বাঁ দিক থেকে ডে ব্রুইনের দারুণ এক ক্রসে বল সবার মাথার ওপর দিয়ে গিয়ে শেষ মুহুর্তে খানিকটা বাঁক খেয়ে জালে জড়ায়, এরপর ৭ মিনিটের মাথায় গোলের ব্যবধাব দ্বিগুন করেন মাহরেজ। বাকি সময়য়ে সমতা টানার আর কোন সুযোগ তৈরী করতে পারেনি পিএসজি।