পশ্চিমবঙ্গে তৃণমূলের কংগ্রেস ২০৮টি কেন্দ্রে এগিয়ে, বিজেপি ৮২টি কেন্দ্র এবং বামজোট মাত্র একটি কেন্দ্রে এগিয়ে, এখনো কয়েকটি রাউন্ডের গগণা বাকি, তবে প্রায় অর্ধেক রাউন্ড গগণা সম্পন্ন হয়েছে।
অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এখনো পর্যন্ত তৃণমূল ১৭৮টি আসনে এবং বিজেপি ১০৮আসনে এগিয়ে রয়েছে।
এখনই বলা যাচ্ছে না কোন দল ক্ষমতায় আসছে বা কোন দল জিততে চলছে বা হারছে, প্রতিটি কেন্দ্রে কয়েক রাউন্ড ভোট গণনা হয়, বিধানসভার মোট আসন ২৯৪ টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়।