রাজধানী ঢাকা থেকে দেশের অন্যান্য জেলার দূরত্ব

মানুষ নানান প্রয়োজনে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করে থাকে। যারা ভ্রমণ করেন তাদের আরো বেশি যাতায়াত করতে হয়। এক জেলা আরেক জেলা। এভাবে সমগ্র বাংলাদেশ। এক্ষেত্রে কোন জেলার দূরত্ব কতটুকু এটা জেনে রাখা ভ্রমণের দূরদর্শী কাজ। এতে সময় নির্ধারণ ও পরিকল্পনা করতে সুবিধে হয়। এবার ভ্রমণ বা কাজের সুবিধার্থে জেনে নেয়া যাক রাজধানী ঢাকা থেকে দেশের অন্যান্য জেলার দূরত্ব।

১| নারায়ণগঞ্জ -১৭ কিঃমিঃ

২| মুন্সিগন্জ -২৭ কিঃমিঃ

৩| মানিকগন্জ – ৬৪কিঃমিঃ

৪| গাজীপুর -৩৭ কিঃমিঃ

৫| নরসিংদী -৫২কিঃমিঃ

৬| ময়মনসিংহ -১২২কিঃমিঃ

৭| কিশোরগন্জ -১০২ কিঃমিঃ

৮| নেত্রকোণা -১৫৯কিঃমিঃ

৯| টাংগাইল -৯৮কিঃমিঃ

১০| জামালপুর -১৮৭ কিঃমিঃ

১১| শেরপুর -২০৩ কিঃমিঃ

১২| ফরিদপুর -১৪৫ কিঃমিঃ

১৩| মাদারীপুর -১১১ কিঃমিঃ

১৪| গোপালগন্জ -২৩২ কিঃমিঃ

১৫| রাজবাড়ি-১৩৬কিঃমিঃ

১৬| শরিয়তপুর -৭৫ কিঃমিঃ

১৭| চট্টগ্রাম -২৬৪ কিঃমিঃ

১৮| কক্সবাজার-৪১৪ কিঃমিঃ

১৯| নোয়াখালী -১৬৩ কিঃমিঃ

 

২০| লক্ষীপুর -২১৬ কিঃমিঃ

২১| ফেনী -১৫১ কিঃমিঃ

২২| কুমিল্লা -৯৭ কিঃমিঃ

২৩| চাঁদপুর -১৬৯ কিঃমিঃ

২৪| ব্রাক্ষণবাড়ীয়া-১২৭ কিঃমিঃ

২৫| সিলেট -২৭৮কিঃমিঃ

২৬| সুনামগন্জ -৩৪৬কিঃমিঃ

২৭| মৌলভীবাজার – ২১৪কিঃমিঃ

২৮| হবিগন্জ -১৭৯কিঃমিঃ

২৯| রাংগামাটি -৩৪০কিঃমিঃ

৩০| খাগড়াছড়ি -২৭৫ কিঃমিঃ

৩১| বান্দরবান -৩৩৮ কিঃমিঃ

৩২| রাজশাহী -২৭২ কিঃমিঃ

৩৩| নওগাঁ – ২৮৩কিঃমিঃ

৩৪| চাঁপাইনবাবগন্জ -৩২০ কিঃমিঃ

৩৫| নাটোর – ২২৩ কিঃমিঃ

৩৬| পাবনা – ১৬১কিঃমিঃ

৩৭| সিরাজগঞ্জ – ১৪২ কিঃমিঃ

৩৮| বগুড়া – ২২৮কিঃমিঃ

৩৯| জয়পুরহাট -২৮০ কিঃমিঃ

৪০| রংপুর – ৩৩৫ কিঃমিঃ

৪১| গাইবান্ধা -৩০১ কিঃমিঃ

৪২| কুড়িগ্রাম -৩৯৪কিঃমিঃ

৪৩| লালমনিরহাট -৩৯০কিঃমিঃ

৪৪| দিনাজপুর -৪১৪ কিঃমিঃ

৪৫| নীলফামারী -৩৯৬কিঃমিঃ

৪৬| পঞ্চগড় -৪৯৪ কিঃমিঃ

৪৭| ঠাকুরগাঁও -৪৫৯ কিঃমিঃ

৪৮| খুলনা – ৩৩৫ কিঃমিঃ

৪৯| বাগেরহাট -৩৭০ কিঃমিঃ

৫০| সাতক্ষীরা -৩৪৩ কিঃমিঃ

৫১| যশোর -২৭৩ কিঃমিঃ

৫২| মাগুড়া-১৭৭ কিঃমিঃ

৫৩| নড়াইল – ৩০৭কিঃমিঃ

৫৪| কুষ্টিয়া -২৭৭কিঃমিঃ

৫৫| ঝিনাইদহ -২২৮ কিঃমিঃ

৫৬ |চুয়াডাংগা -২৬৭ কিঃমিঃ

৫৭| মেহেরপুর- ২৯৬ কিঃমিঃ

৫৮| বরিশাল-২৭৭ কিঃমিঃ

৫৯| ঝালকাটি -২৯০ কিঃমিঃ

৬০| পিরোজপুর -৩০৪ কিঃমিঃ

৬১| ভোলা -৩১৭কিঃমিঃ

৬২| পটুয়াখালী -৩১৯ কিঃমিঃ

৬৩| বরগুনা-৩৬১ কিঃমিঃ

ভ্রমণ বা যে কোন জায়গায় যেতে সুন্দর পরিকল্পনা করাটাই ভ্রমণ ঝামেলার অধেক শেষ। সুতরাং ভ্রমণে জায়গার দুরত্ব বুঝে বেরিয়ে পড়ুন সাচ্ছন্দ্যে।

৬৪ জেলাবাংলাদেশসারাদেশ
Comments (0)
Add Comment