দ্বিতীয়ার্ধের শুরুতে যখন গোলটা হজম করল বার্সা, সে শঙ্কা আরও বড় হয়ে দেখা দিয়েছিলো দলটির সামনে। এর আগে ম্যাচের শুরুটা অবশ্য বেশ ভালোই করেছিলো বার্সা, শুরুতে ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের পাস থেকে সুযোগ নষ্ট করেন পেদ্রি গন্জালেজ। এরকিছু পর ফ্রি কিকে মাথা রোনাল্ড আরাউহের ফ্লিক সরাসরি গিয়ে জমা পড়ে ভ্যালেন্সিয়ার গোলরক্ষক ইয়াসপার সিলেসেনের হাতে।
তবে বার্সার প্রতম গোলটা মেসির ক্রস অবৈধভাবে থামিয়ে দেন স্বাগতিক গোলরক্ষক সিলেসেনকে। ফিরতি চেষ্টায় পেদ্রির শটও প্রতিহত হয় গোলরেখা থেকে। এরপর ফাঁকায় থেকে মেসি বলটা জালে জড়ান, আর সমতায় ফেরে বার্সা।