চীনের উপহারের টিকা আসবে মে’র ১০ তারিখের মধ্যে

চীনের উপহারের পাঁচ লাখ করোনাভাইরাসের টিকা আগামী ১০ মের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ১০ তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে।

সোমবার (৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, চীন থেকে আরও টিকা কেনার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে প্রস্তাব পাঠালেই টিকা ক্রয়ের আলোচনা শুরু হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনকে আমরা চিঠিপত্র দিয়েছি। সে দেশের সরকার আমাদেরকে পাঁচ লাখ ভ্যাকসিন উপহার হিসেবে দিচ্ছে। সেটা অল্পদিনের মধ্যেই চলে আসবে। সেটা আমরা নিজেরা প্লেনে করে নিয়ে আসব।

তিনি বলেন, আমাদের অনেক টিকা লাগবে। আমরা চীনের টিকা ৪-৫ কোটি ডোজ হলেও নেব। রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে। তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাইছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি।

করোনাভ্যাকসিনচীনবাংলাদেশ
Comments (0)
Add Comment