সাফ আমিন শপিং মলে রিভারী শো-রুমের ৩ মে শুভ উদ্বোধন হয়। উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক ও নগর বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, রাজনীতিবিদ এমএ হাশেম রাজু, জাতীয় যুব সংহতি চট্টগ্রাম মহানগর সভাপতি, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নুরুল বশর সুজন, সমাজসেবক মোহাম্মদ আমির নেওয়াজ খান, সাংবাদিক মোহাম্মদ শামসুল আলম টগর, জাহিদুল ইসলাম খান, সাখাওয়াত হোসেন খান, মরহুম সরফরাজ খানের সন্তান মোহাম্মদ শাহজাহান খানসহ অনেক ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিগণ।
উদ্বোধনী অনুষ্ঠানে আলহাজ্ব মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, আল্লাহ-রসুল (স.) ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা-বাণিজ্য অত্যন্ত পবিত্র জিনিস। তিনি গ্রাহকদের নিকট গলাকাটা দাম না রেখে স্বল্প-লাভে মানসম্মত পণ্য বিক্রি করার জন্য রিভারী শোরুম কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।