গত মঙ্গলবার (৪ মে) ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে জহুর আহম্মদ বিদ্যালয়ে গর্ভবতী মায়েদের জন্য একহাজার দিনের জরুরী পুষ্টিকর খাদ্য সহায়তা প্রদানকালে তিনি এ ঘোষণা দেন। প্রকল্পে নিবন্ধতি ২হাজার ৩শত ৭৪জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে প্রতিমাসে কেজি ভোজ্যতেল, ৩০টি ডিম ও ১কেজি ডাল বিতরণ করা হবে বলেও জানান। তিনি করোনাকালে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও সরকারি ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এ সময় আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, কাউন্সিলর মো. মোবারক আলী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, প্রকল্পের টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান, পুষ্টি বিশেষজ্ঞ মো. হানিফ, টাউন চেয়ারপার্সন কহিনুর আকতার ও জেল প্রশাসকের প্রতিনিধি আব্দুল লতিফ।