সম্প্রতি সেখানকার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, কীভাবে করোনা রোগীর সঙ্গে অমানবিক ব্যবহার করছেন স্থানীয় মানুষজন। দেখা গেছে, করোনা আক্রান্ত বৃদ্ধ বাবার মুখে পানি দিতে ছুটে যাচ্ছে তার কিশোরী মেয়ে। কিন্তু ভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে তাকে সেই কাজে বাধা দিচ্ছেন কিশোরীর মা।
জানা গেছে, সম্প্রতি বছর পঞ্চাশের ওই ব্যক্তি বিজয়ওয়াড়া থেকে করোনা পজিটিভ হয়ে শ্রীকাকুলামে নিজের বাড়িতে ফিরেছিলেন। কিন্তু ওই ব্যক্তিকে গ্রামে ঢুকতে দেননি গ্রামবাসীরা। গ্রামের বাইরে একটি ছোট্ট কুঁড়ে ঘরে রেখে দেওয়া হয়েছে ওই করোনা রোগীকে।
গ্রামবাসীর করা ভিডিওতে দেখা গেছে, মাটিতে শুয়ে কাতরাচ্ছেন ওই ব্যক্তি। করোনা আক্রান্ত বাবাকে পানি খাওয়াতে যাচ্ছে ১৭ বছরের কিশোরী। কিন্তু তার মা যেতে বাধা দিচ্ছেন। যদিও শেষ পর্যন্ত বাবাকে পানি খাওয়াতে সফল হয় ওই মেয়ে। এর কিছুক্ষণ পরেই মারা যান ওই ব্যক্তি। গোটা পরিবারের রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।