আজ বৃহস্পতিবার (৬ মে) থেকে জেলা ও দেশের শহর এলাকায় আবারও শুরু হয়েছে গণপরিবহন চলাচল। দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্ধিত ভাড়া ও অর্ধেক যাত্রী নিয়ে শুরু হয়েছে গণপরিবনের যাত্রা। স্বাস্থ্যবিধি মেনে ৬০ শতাংশ বাড়তি ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন।
নগরীর জিইসি, ওয়াসা মোড়ে গিয়ে দেখা যায়, গণপরিবহন চালুর প্রথম দিনেই রাস্তায় দীর্ঘ যানজট, সেইসাথে বেড়েছে মানুষের ভীড়, নির্ধারিত সংখ্যার চেয়ে বাড়তি যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। যথাযথ মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি।
লকডাউন থাকলেও সরকারি নির্দেশনায় সীমিত পরিসরে খোলা হয়েছে শপিংমল এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন চলাচলে এই নিষেধাজ্ঞা শিথিল থাকবে।