রাউজানে গত বছর ২৫ সেপ্টেম্বর নিখোজ হওয়া ১০ বছর বয়সের মেয়ে সালমা আক্তার কে উদ্ধার করেছে রাউজান থানা পুলিশ। সালমা আক্তার তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত বছর ২৫ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩ ঘটিকায় সে নিখোঁজ হয়। তাকে খোজাখুজি করে পাওয়া না গেলে পরবর্তীতে ০৪ অক্টোবর ২০২০ রাউজান থানায় নিখোজ হওয়া সংক্রান্ত একটি সাধারন ডায়েরী করা হয়। যার নাম্বার ১৫০। সাধারন ডায়েরী করার পর তাকে খুজে বের করার চেষ্টা অব্যাহত থাকলেও তাকে এতোদিন খুজে বের করা সম্ভব হয়নি। কিছুদিন আগে একটি ফোন কলের সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেয়েটির সম্ভাব্য বর্তমান অবস্থান নির্ণয় করে রাউজান থানা পুলিশ। জানা যায় মেয়েটি বর্তমানে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি বাসায় অবস্থান করছে। এমতাবস্থায় মেয়েটিকে উদ্ধার করার জন্য রাউজান থানার এস আই খলিল এর একটি টিম ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি বাড়ীতে অভিযান পরিচালনা করে মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আাসেন।