দেশে করোনা পরিস্থিতির কারণে কবির জন্মদিন উপলক্ষে এবার আনুষ্ঠানিকভাবে তেমন কোনো আয়োজন হচ্ছে না। তবে সরকারি ও বেসরকারি বেতার-টেলিভিশনে কবি স্মরণে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করা হবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০ বছরের জীবনে সাহিত্যের প্রায় সকল শাখায় রয়েছে সার্থক যাতায়াত। গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি অসংখ্য ছবি যেমন এঁকেছেন, তেমনি সৃষ্টি করেছেন ২ হাজারের বেশি গান। তার কালজয়ী সাহিত্যকর্ম ও গানে অমর হয়ে থাকবে।