আত্মমানবতার সেবায় যারা কাজ করে তারাই প্রকৃত ধার্মিক: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আত্মমানবতার সেবায় যারা কাজ করে তারাই প্রকৃত ধার্মিক।

তিনি আজ রোববার ( ৯ মে ) দুপুরে দামপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে সৌদি আরবের কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের তত্ত্বাবধানে একটি প্রতিনিধি দলের মাধ্যমে ৫০০ পরিবারকে পুষ্টি খাদ্য বিতরণকালে এ কথা বলেন।

তিনি আরো বলেন, যে কোন দুযোর্গ-দুর্বিপাকের মধ্যে জনগণের কাছে ভোগ্যপণ্যের যোগান দেয়াটা বড় ধরণের সহায়তা হিসেবে কাজ করে। মানবিক বিপর্যয়ে কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার বাংলাদেশের জন্য ৮০হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিতে পাশে দাড়িয়েছে। এ সহায়তা সত্যিকার অর্থে ভুক্তভোগীদের জন্য বড় ধরণের উপহার হিসেবে গণ্য হবে। তিনি কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারের প্রতিনিধি দলকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আল মানাহিল ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, মানাহিলের চেয়ারম্যান হেলাল উদ্দীন জমির উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক ফরিদ উদ্দীন জমির উদ্দীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ প্রমুখ।

কিং সালমান হিউমিনিটেরিয়ান এইড এন্ড রিলিফ সেন্টারচট্টগ্রামচট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র
Comments (0)
Add Comment