চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, লকডাউন চলাকালীন সময়ে প্রয়োজন ছাড়া মানুষকে ঘরে বাইরে যেতে, জনসমাগম এড়িয়ে চলতে, স্বাস্থবিধি মানতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে এলাকাভিত্তিক অভিযান, প্রচারণা, উদ্বৃর্ধকরণ কাজের দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক শক্তিকেই নিতে হবে এবং লকডাউন নিশ্চিত করণে অঞ্চল ভিত্তিক মনিটরিং ব্যবস্থা চালু রাখতে হবে।
আজ রোববার (৯ মে) সকালে আবহনী ক্রীড়াচক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরীর ব্যবস্থাপনায় বাস্তুহারা ও ছিন্নমূলদের কাছে বাকলিয়া স্টেডিয়ামে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
দিদারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মো. সালাউদ্দীন, মো. ইসমাইল, উত্তম কুমার সুশীল, মো. মঞ্জুর প্রমুখ।