নিজস্ব প্রতিবেদক :
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সকলের সহযোগীতায় আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পারবো ।
শনিবার (৫ জুন) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর মাতা মরহুম ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, যাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে, তাদের ইকোনমি, সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ভালো আছে। আর যাদের করোনা নিয়ন্ত্রণে নেই, তারা বিধ্বস্ত হয়ে গেছে। কাজেই আমাদের সবাইকে চেষ্টা করতে হবে করোনা নিয়ন্ত্রণে রাখতে।
কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত মহা-পরিচালক ইউসুফ ফকির, জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, প্রকল্প পরিচালক ডাক্তার খাঁন মোহাম্মদ আরিফ ও ডাক্তার গৌতম রায় প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের ডাক্তার, শিক্ষার্থী ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা।