আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের সিন্ধু প্রদেশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৪০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ২৫ জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এ ঘঠনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
পাকিস্তানের রেলওয়ে বিভাগের এক মুখপাত্র বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনটি করাচি থেকে সারগোধায় যাচ্ছিল। কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনটি রাওয়ালপিন্ডি থেকে আসছিল। রাইতি স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে।
ঘোটকি পুলিশের এসএসপি ওমর তোফায়েল বলেছেন, ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী ঘোটকি, ধারকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
উল্টে পড়া বগিগুলো থেকে যাত্রীদের উদ্ধারে হিমশিম খেতে হয়েছে কর্তৃপক্ষকে। চিকিৎসক ও প্যারামেডিক স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, এই ঘটনায় তিনি হতবাক। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো সে সম্পর্কে তিনি পূর্ণাঙ্গ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন।
পাকিস্তানের রেল বিভাগের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে সে দেশে মোট ৭৫৭ টি রেল দুর্ঘটনা ঘটেছে। অর্থাৎ, গড়ে প্রতিবছর ১২৫ টি দুর্ঘটনা হয়েছে।