নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সাত ট্রাফিক পুলিশ পরিদর্শককে রদবদল করা হয়েছে। বুধবার (৯ জুন) সন্ধ্যায় নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরের স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।
আদেশে বলা হয়েছে, ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) ও খুলশীর অতিরিক্ত দায়িত্বে থাকা ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মশিউর রহমানকে ইপিজেড থানার পেট্রোল পরিদর্শক (পিআই) করা হয়েছে এবং ইপিজেড থানার পিআই মো. আব্দুল্লাহ খানকে পাহাড়তলী থানার টিআই করা করা হয়েছে। পাহাড়তলী থানার টিআই সৈয়দ মো. জাহাঙ্গীরকে ট্রাফিক উত্তর বিভাগের পরিদর্শক (প্রশাসন) ও খুলশীর টিআই (অতিরিক্ত দায়িত্ব) করা হয়েছে।
এছাড়া কোতোয়ালী থানার টিআই পুলক চাকমাকে চকবাজার থানার পিআই করা হয়েছে এবং চকবাজার থানার পিআই প্রশান্ত কুমার দাশকে কোতোয়ালী থানার টিআই করা হয়েছে। এদিকে, বায়েজিদ থানার পিআই অচ্যুত কুমার দাশ গুপ্তকে আউটার রিং রোডের টিআই করা হয়েছে এবং সদরঘাটের পিআই মো. শহিদুল ইসলামকে মুরাদপুরের টিআই পদে বদলি করা হয়েছে।