মঈন উদ্দিন :
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. শেখ ফজলে রাব্বী বলেছেন, করোনাকালেও গভীর রাত পর্যন্ত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে চিকিৎসক-কর্মচারীবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।
করোনা ভাইরাস সংক্রমণের কারণে ডিউটি শেষে বাসায় ফেরতে চরম যানবাহন সংকটে পড়তে হচ্ছে চিকিৎসক-কর্মচারীবৃন্দদের। এমন কঠিন পরিস্থিতিতে একটি মাইক্রোবাস যুক্ত হলে সংকট নিরসন হবে।
আজ শুক্রবার (১১ জুন) বিকেল ৩টায় হাসপাতালের সেমিনার হলে ‘সুফি মিজান ফাউন্ডেশন’র উদ্যোগে অ্যাম্বুল্যান্স উপহার অনুষ্ঠানে সিভিল সার্জন শিক্ষা-উপমন্ত্রীর কাছে এমন দাবী জানান।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, পিএইচপি অটো মোবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকতার পারভেজ হিরু।