নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ৬৪০ জন। এ সময় এক হাজার ৪টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৭৪০ জন।
শনিবার (১২ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৩ হাজার ৩৪৫ জন। আর জেলার বিভিন্ন উপজেলায় রয়েছেন ১১ হাজার ৩৯৫ জন।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ৬৪০ জনের মধ্যে ৪৫৩ জন নগরীর বাসিন্দা। বাকি ১৮৭ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা, বাকি দুজন নগরের বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ৬৩৫ জনের করোনায় মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৫১ জন চট্টগ্রাম নগরের। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৮৩ জন।