বাকলিয়া ক্রিকেট প্রিমিয়ার লীগে বাকলিয়া ডাইনামাইটস চ্যাম্পিয়ন

নিজস্ব প্রতিবেদক:

বাকলিয়া ক্রিকেট প্রিমিয়ার লীগ আয়োজিত ওয়ান ডে লংপিছ ক্রিকেট টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর আলহাজ হাসান মুরাদ বিপ্লব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্র-সংসদ এর সাবেক ভিপি জহির উদ্দিন চৌধুরী বাবর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মনসুর আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবলীগের সদস্য তানভীর আহমেদ রিংকু ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সম্পাদক মন্ডলীর সদস্য কায়সার হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্রিকেট পরিচালনায় ছিলেন নুর মোহাম্মদ ইমন। বাকলিয়া চাক্তাই ভাই কিংস এর ১৪ ওভারে ৬৫ রানে টার্গেট এ বাকলিয়া ডাইনামাইটস এর দলীয় অধিনায়ক সাদ্দামের ঝড়ো ব্যাটিং এ ১০ উইকেটের বিনিময়ে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয়।

ক্রিকেটখেলাধুলাচট্টগ্রাম
Comments (0)
Add Comment