গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বহুতল ভবনের অবৈধ অংশ : সিডিএ

নিজস্ব প্রতিবেদক:

১০ তলার অনুমোদন নিয়ে ১৩ তলা ,গুড়িয়ে দিল সিডিএ।নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় একটি বহুতল ভবনের অবৈধ অংশ গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নগরের কমার্স কলেজ রোডের মোগলটুলী কাটা বটগাছ মোড় এলাকায় সামার হোল্ডিং নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, ১০ তলা ভবনের অনুমতি নিয়ে তারা ১৩ তলা পর্যন্ত নির্মাণ করেছে। এরই মধ্যে ১৪ তলা পর্যন্ত তাদের ফ্ল্যাট বিক্রিও করে দিয়েছে। নকশা বহির্ভূত ও অনুমোদনহীন অংশটুকু ভেঙে ফেলা হচ্ছে।

 

সিডিএ অভিযানসিডিএ খবর
Comments (0)
Add Comment