ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি চায় প্রতিবন্ধী ঐক্য সমাজ

নিজস্ব প্রতিবেদক:

বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি চায় প্রতিবন্ধী ঐক্য সমাজ। শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আমাদের সরকারি ভাতা মাত্র ৭৫০ টাকা। এই নামমাত্র টাকা দিয়ে তেল, লবণ, পেঁয়াজ ছাড়া আর কিছুই কেনা সম্ভব নয়। আমাদের পরিবার আছে, ছেলে-মেয়ে আছে। খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও মেধা থাকলেও তাদের সুশিক্ষার ব্যবস্থা করতে পারি না। আমাদের দুঃখ-কষ্ট, আত্মচিৎকার কখনোই তেমন করে আপনাদের কানে পৌঁছায় না।

তারা বলেন, আমরা চেষ্টা করি যেমন কর্ম পারি সেই পথ ধরে নিজেকে একটু এগিয়ে নেওয়ার। তারপরও পথ চলতে আমাদের ওপর বিভিন্ন প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বসবাসরত শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা আট শতাধিক, তাদের বেশিরভাগই বেকার হয়ে পড়েছে। আমরা শারীরিকভাবে অক্ষমতার কারণে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু সরকার এসব যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্তত আমরা যারা শারীরিকভাবে অক্ষম, তারা ব্যাটারিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত গাড়ি চালানোর অনুমতি চাচ্ছি।

বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেবেন।

অটোরিকশা চালানোপ্রধানমন্ত্রী
Comments (0)
Add Comment