সিএমপি’র বায়েজিদ বোস্তামী থানার অভিযানে অপহরণকৃত ভিকটিম উদ্ধার, ০২ জন গ্রেফতার
বাদী মীর মুনীর হোসেন (৩৪) থানায় অভিযোগ করেন যে, তার ভাগিনা মোঃ শিহাব উদ্দিন (২৩) হাটহাজারী মাদ্রাসায় ইফতা (মুফতি) বিভাগে ভর্তি হওয়ার উদ্দেশ্যে ঢাকা হতে গত ২৬/০৬/২০২১ইং তারিখ রাত অনুমান ১২.৩০ ঘটিকায় চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় এসে গাড়ি হতে নামলে অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। অজ্ঞাতনামা ব্যক্তিরা বাদীর ভাগিনার মোবাইল ফোন দিয়ে গ্রামের বাড়ীতে ফোন করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা চাঁদা দাবী করে অন্যথায় বাদীর ভাগিনার বড় ধরণের ক্ষতি সাধন করবে মর্মে হুমকি দেয়। ছিনতাইকৃত ০৭টি হাত ঘড়ি, ০৩টি মোবাইল সেট, ০১টি ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জার, ৫০০ গ্রাম গাঁজা।
এ সংক্রান্তে বায়েজিদ বোস্তামী থানা টিম বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরারডিপো পেয়াজী গলি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম মোঃ শিহাব উদ্দিন (২৩) কে উদ্ধার করেন এবং ঘটনাস্থল হতে ভিকটিম শিহাব উদ্দিনের ব্যবহৃত মোবাইলের বিকাশ নাম্বার হতে নেওয়া নগদ ১৬,০০০/- টাকা, ০১টি স্বর্ণের আংটি, ছিনতাইকৃত ০৭টি হাত ঘড়ি, ০৩টি মোবাইল সেট, ০১টি ওয়াকিটকি ও ওয়াকিটকির চার্জার, ৫০০ গ্রাম গাঁজা সহ রবিউল হোসেন (২৭) ও রাসেল প্রকাশ সুমন (২২) দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।