দেশে সিনোফার্মের ১০ লাখ টিকা এল

অনলাইন ডেস্ক :

চীন থেকে সিনোফার্মের ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। শুক্রবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।

চীন থেকে মোট ২০ লাখ টিকা আসার কথা রয়েছে। এর মধ্যে শুক্রবার রাতে পৌঁছাল ১০ লাখ। আর শনিবার সকালে বাকি ১০ লাখ টিকা পৌঁছাবে ঢাকায়।

এর আগে, যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ অনেকে।

Comments (0)
Add Comment