রাঙামাটি সদরের রিজার্ভ বাজার এলাকায় ছয়টি দোকান ধসে পড়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিল্লাল হোসেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে রিজার্ভ বাজারের হঠাৎ বিকট শব্দ হয়। পরে স্থানীয় লোকজন দেখতে পায় ছয়টি দোকান ধসে পড়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে আসেন। ধসের ঘটনায় পাঁচটি দোকান ভেঙে কাপ্তাই হ্রদের পাড়ে অন্তত ১০০ ফুট নিচে পড়ে গেছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ছয়টি দোকান ধসে পড়ে আছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, বৃষ্টিতে খুঁটির গোড়া থেকে মাটি সরে গিয়ে ছয়টি দোকান ধসে পড়েছে। কাপ্তাই হ্রদের পাড়ে একটি গাছে ধসে পড়া দোকানঘরগুলো আটকে গিয়ে কিছুটা ক্ষয়ক্ষতি কমেছে।