হাটহাজারীতে দোকানে মিলল ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি পরিত্যক্ত দোকান থেকে মো. সাজ্জাদ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার পৌরসভা এলাকার মিয়াজী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের পরিবারের  পুলিশকে জানায়, রফিক নেশাগ্রস্ত ছিল। গত শনিবার নেশার জন্য মায়ের কাছ থেকে টাকা না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে বাড়ির পাশে একটি পরিত্যক্ত দোকানে শুয়ে থাকে। এরপর থেকে পরিবারের কেউ তার খোঁজ নেয়নি। আজ (সোমবার) বিকেলে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা ও হাটহাজারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিক  বলেন, মৃত্যুর কারণ জানতে নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হচ্ছে। এছাড়া এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের প্রক্রিয়াধীন।

 

মরদেহ উদ্ধার
Comments (0)
Add Comment