কঠোর লকডাউনের ১২তম দিনে ৬০৪ জনকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করার অভিযোগে  রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আরও ৬০৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। ডিএমপির ৫১টি থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে সোমবার (১২ জুলাই) তাদের গ্রেফতার করা হয়।

আজ কঠোর লকডাউনের ১২তম দিন চলছে।

১৬৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা। এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৭২৭টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১৫ লাখ ৬২ হাজার টাকা। আজ পর্যন্ত রাজধানীতে মোট গ্রেফতার হয়েছেন ৭ হাজার ৯৫২ জন।

সোমবার (১২ জুলাই) লকডাউনের ১২তম দিনে অভিযানে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।

তিনি আরও বলেন, করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে আজ ১২তম দিনেও রাজধানীজুড়েই সক্রিয় ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬৮ জনকে ২ লাখ ৬৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

 

 

গ্রেফতারজরিমানারাজধানীলকডাউন
Comments (0)
Add Comment