চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে; একই সময় শনাক্ত হয়েছে ৯১৫ জনের দেহে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ৯১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৪১ জন ও বিভিন্ন উপজেলার ২৭৪ জন। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৭৭ শতাংশে।
মঙ্গলবার চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড ১৮ জনের মৃত্যুর খবর এসেছিল। সেই সঙ্গে এক হাজার ৩১০ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল, যা জেলায় একদিনে সর্বোচ্চ।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় কোভিডে মারা যাওয়া ১৭ জনের মধ্যে সাতজন মহানগরের এবং বাকি ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।