ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন (এলএমও) সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে ভারতীয় রেলওয়ের ‘অক্সিজেন এক্সপ্রেস’ ১০টি কনটেইনার নিয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
আমদানিকারক এদেশীয় প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশ লিমিটেড এর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, অক্সিজেনের অভাবে কোনো করোনা রোগীর যাতে বিপদে পড়তে না হয়, সেজন্য সরকারের সহযোগিতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘অক্সিজেন এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন এই স্টেশন থেকে আনলোড করে আগের মতোই সড়কপথে ঢাকায় নেওয়া হচ্ছে। চলমান করোনা মোকাবিলায় দেশের হাসপাতাল গুলোতে এ অক্সিজেন সরবরাহ করা হবে। যাতে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেনের কোনো অভাবে না পড়ে।