মৃতের সংখ্যা বেড়ে আট, উপকূলীয় রিসোর্ট ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক :

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে আট-এ দাঁড়িয়েছে। গতকাল (রোববার) দক্ষিণাঞ্চলীয় মানাবগাত শহরে দুজনের মৃত্যু হয়। দমকলকর্মীরা আজ ষষ্ঠ দিনের মতো আগুন নেভানোর চেষ্টা করছেন। এ কাজে ইসলামী প্রজাতন্ত্র ইরান তুরস্ককে সহযোগিতা করছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ফাহরেত্তিন কোচা জানান, গতকাল দুজন নিহত হওয়ার পাশাপাশি ১০ জন আহত হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তুর্কি কর্তৃপক্ষ বলছে, এ পর্যন্ত যে ১০০টি দাবানল ছড়িয়ে পড়েছে তার মধ্যে বেশিরভাগই অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে মানাবগাত, মিলাস ও মারমারিস শহরে আগুন বেড়েছে। বনমন্ত্রী বাকির পাকদেমিরলি বলেছেন কিছু আবাসিক এলাকায় এবং হোটেল খালি করা হয়েছে।

পর্যটন শহর বোদরামে আগুন ভয়াবহ রূপ ধারণ করলে বেশ কিছু সংখ্যক পর্যটক এবং হোটেল স্টাফকে নৌকা যোগে সরিয়ে নেয়া হয়। পাকদেমিরলি দাবি করেন, রোববার সকালে শহরটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তুরস্কের এই ভয়াবহ দাবানল নেভা রাশিয়া, ইউক্রেন, ইরান এবং আজারবাইজান থেকে দমকলকর্মী নিয়োগ করা হয়েছে। এসব দেশ তুর্কি সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

আগুনইরানতুরুস্করাশিয়া
Comments (0)
Add Comment