প্রথমবারের মতো টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
শুক্রবার (৬ আগস্ট) রাত ১১টার দিকে এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
এতে স্পিকার ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, দলের কোচ ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। জয়ের এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।