চট্টগ্রামে সরকারি বই বিক্রির অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কোতোয়ালি থানার আন্দরকিল্লা থেকে বিভিন্ন শ্রেণির ১ হাজার ৬৯১টি সরকারি পাঠ্যপুস্তকসহ মিজানুর রহমান (৪৯) নামে একজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) নোবেল চাকমা বলেন, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ শপিং কমপ্লেক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য বিভিন্ন শ্রেণির ১৬৯১টি পাঠ্যপুস্তকসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। সুপ্রিম লাইব্রেরি থেকে বইগুলো উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বই উদ্ধারের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি যে কোনো বই বিক্রয় নিষিদ্ধ। লাইব্রেরিতে বিক্রিয়ের জন্য বইগুলো কোথা থেকে আনা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

গ্রেফতারচট্টগ্রামের খবর
Comments (0)
Add Comment