চট্টগ্রামে ভুয়া এনআইডি তৈরির সরঞ্জামসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সরঞ্জামসহ প্রদীপ দাশ (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে চান্দগাঁওয়ের হাসেম টেলিকম নামে একটি দোকান থেকে তাকে আটক করা হয়।

প্রদীপ দাশের গ্রামের বাড়ি পটিয়া উপজেলার আজিমপুর এলাকায়। তার বাবার নাম মৃত কাজল দাশ।

র্যাব জানায়, চান্দগাঁও থানার একটি দোকানে ভুয়া এনআইডিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সনদ বানানো হচ্ছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে প্রদীপ পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত বলে স্বীকার করেছেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার  বলেন, আটক ব্যক্তিকে জব্দ মালামালসহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

 

গ্রেফতারচট্টগ্রাম
Comments (0)
Add Comment