বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স-দেশী টুয়েন্টিফোর

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশকে ২০ লাখ ডোজ করোনার টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। আজ বুধবার (১০ নভেম্বর) ভোরে গণমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি ব‌লেন, প্রধামন্ত্রী শেখ হা‌সিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং দেশ‌টির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‌তের পর বাংলা‌দেশ‌কে ২০ লাখ (২ মি‌লিয়ন) ক‌রোনাভাইরা‌সের টিকা (নাম জানানো হয়নি) উপহা‌রের ঘোষণা দেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাখোঁ এবং দেশটির প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গে দেখা করার পর ফ্রান্স এই ঘোষণা দেয়। ​এরপর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে একসঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।

সৌ‌দি আরব ও পোল্যান্ড থেকে উপহার হিসেবে অ্যাস্ট্রাজেনেকার ৪৮ লাখ টিকা পাবে বাংলা‌দেশ‌। এসব টিকা বিনা মূল্যে দেওয়া হচ্ছে, যা এই সপ্তাহের মধ্যেই দেশে পৌঁছাতে পারে। আজ মঙ্গলবার (৯ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিয়াদে আমাদের রাষ্ট্রদূত আমাকে জানিয়েছেন, সৌদি আরবের বাদশাহ সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০ (দেড় মিলিয়ন) ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা বিনামূল্যে পাচ্ছি। দুই-তিন দিনের মধ্যে এই টিকার চালান বাংলাদেশে পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পোল্যান্ড বাংলাদেশকে বিনামূল্যে ৩৩ লাখ ডোজ টিকা দেবে। এগুলো যেকোনো দিন পাঠানো হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে পোল্যান্ড ওই টিকাগুলো বাংলাদেশকে অনুদান দিয়েছে। পোল্যান্ডের দেওয়া এসব টিকা ইউ‌রোপীয় ইউ‌নিয়‌নের (ইইউ) তহ‌বিল থে‌কে দেওয়া হ‌চ্ছে ব‌লে জানান পররাষ্ট্রমন্ত্রী।

 

দেশী টুয়েন্টিফোরবাংলাদেশকে ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স
Comments (0)
Add Comment