নিজস্ব প্রতিবেদক :
দেয়াল ভেঙে আইএফআইসি ব্যাংকের টাকা লুটের চেষ্টার ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় ব্যাংকটির বাড্ডা উপ-শাখা থেকে টাকা লুটের চেষ্টা করা হয়। এসময় ব্যাংকের ভেতর থেকে হাতেনাতে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। তারা টাকা লুট করতে পারেনি।
আজ রোববার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আপাতত তাদের নাম-পরিচয় বলছি না। তারা দীর্ঘদিন ধরে টাকা লুটের পরিকল্পনা করছিলেন। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।