ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু

রাজধানীর বংশাল নয়াবাজারে মালামাল বোঝাই ট্রাকের উপর থেকে পড়ে আখিল (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।তিনি ওই ট্রাকে চালকের সহযোগী (হেলপার) হিসেবে কাজ করতেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বংশালের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

অখিলকে হাসপাতালে নিয়ে আসা ইদ্রিস আলী বলেন, সকালের দিকে বংশাল নয়াবাজার এলাকায় একটি ট্রাক লোড করে রশি দিয়ে ওই মাল বাঁধার সময় হঠাৎ পড়ে যায়। মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নয়াবাজারে ট্রাক থেকে পড়ে এক হেলপার গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

বংশালে ট্রাক থেকে পড়ে হেলপারের মৃত্যু
Comments (0)
Add Comment