নিজস্ব প্রতিবেদক :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় হাত কেটে হাসান আলী (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অপরাধে দুই জামায়াত নেতাসহ আটজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা ও তা অনাদায়ে আরও ৩ মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আজ বৃহস্পতিবার এ রায় দেন।
সাজা পাওয়া আট আসামি হলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি (রাজনৈতিক) মাওলানা মো. নজরুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারি (প্রচার) আবু তালেব, আবদুর রউফ, মো. জালাল, গোলাম মোস্তফা, শাহ আলম, ফারুক মিয়া ও মিজানুর রহমান। তাঁদের মধ্যে আবু তালেব ও মিজানুর রহমান পলাতক। আজ বেলা দেড়টায় হাসান আলী হত্যা মামলার রায়ে আটজনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মদ।
হাসান আলী হত্যা মামলার অপর আট আসামিকে খালাস দেন আদালত। খালাস পাওয়া আসামিরা হলেন এম এ মালেক, লুৎফর রহমান, আবু বক্কর, রফিকুল ইসলাম, আবদুর রহিম, আবু বকর মিয়া ও শফিকুল ইসলাম।