এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক :

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ই ডিসেম্বর। এবারের পরীক্ষায় মোট ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবেন।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিক্ষামন্ত্রী দিপু মনি তার দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। তিনি আরো বলেন, ‘এই বছরের ২ ডিসেম্বর থেকে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। যেখানে লিখিত পরীক্ষা হবে ১ ঘণ্টা ১৫ মিনিট এবং এমসিকিউয়ের জন্য সময় থাকবে ১৫ মিনিট’।

সংবাদ সম্মেলনের আগে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা হয়। এর আগে ২৭ সেপ্টেম্বর সরকারের পক্ষ থেকে জানানো হয় ২ নভেম্বর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।  সেই ঘোষণা মোতাবেক ১৪ নভেম্বর থেকে চলছে এসএসসি পরীক্ষা।

এইচএসসি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
Comments (0)
Add Comment