ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার

বঙ্গোপসাগরে মাছ শিকারকালে সেন্টমার্টিনের অদূর থেকে ধরে নিয়ে যাওয়া ২২ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।

গত শনিবার রাত সাড়ে ১১টায় কোস্ট গার্ডের প্রচেষ্টায় ১৩ ঘণ্টা পর সেন্টমার্টিন দ্বীপ ঘাটে এসে পৌঁছায় চার ট্রলারসহ মাঝিমাল্লারা। এর আগে একই দিন সকাল সাড়ে ১০ টায় সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলারসহ ২২ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী।

ট্রলারসহ জেলেরা ফেরত আসার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, মূলত কোস্ট গার্ডের প্রচেষ্টায় ট্রলারসহ জেলেদের মিয়ানমার কতৃপক্ষ ফেরত দিয়েছে।

ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার
Comments (0)
Add Comment