ছেলের হাতে মায়ের খুন

নিজস্ব প্রতিবেদক :

চুয়াডাঙ্গার দর্শনায় ছেলের লাঠির (বালিধারা) আঘাতে কদবানু নেছা ওরফে খোদে বানু (৬৫) নামে এক বৃদ্ধা মা নিহত হয়েছেন।

আজ রোববার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত কদবানু নেছা একই গ্রামের মৃত জামাল উদ্দিন মল্লিকের স্ত্রী।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে অভিযুক্ত ছেলে ইদ্রীস আলীকে।

স্থানীয়রা জানান, সকালে গোসলের পানির পাইপ টানাকে কেন্দ্র করে মা কদবানুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে ইদ্রীস আলী। একপর্যায়ে ইদ্রীস আলী উত্তেজিত হয়ে তার মা কদবানুর মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় মুক্তি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কদবানুর দুই ছেলে দুই মেয়ের মধ্যে ইদ্রীস সবার ছোট। এসএসসি পাসের পর সে মানসিক ভারসাম্য হারায়।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে ইদ্রীস আলীকে আটক করা হয়েছে। ওই ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ছেলের হাতে মায়ের খুন
Comments (0)
Add Comment