অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে ব্যাটারিচালিত অটোরিকশায় ওড়না পেঁচিয়ে ফাতেমা আক্তার ডিনা (১৮) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকাআরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট‍্যান্ড ঘটনা ঘটে বলে জানান সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম।

পুলিশ প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থী ফাতেমা আক্তার ডিনা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সাভার বাজার বাসস্ট‍্যান্ড থেকে রেডিও কলোনির দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি কিছু পথ যাওয়ার পর ডিনার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকায় পেঁচিয়ে গেলে তার গলায় ফাঁস লেগে যায়।

গুরুতর অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই জাহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

অটোরিকশায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু
Comments (0)
Add Comment