নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ রহিম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
গত সোমবার (২২ নভেম্বর) রাত নয়টার দিকে ফটিকছড়ির আনন্দ কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার এসআই মোহাম্মদ আজমগীর বলেন, নিহত রহিম আট দিন আগে বিদেশ থেকে দেশে এসেছিল।গত রাতে মোটরসাইকেল চালানোর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই প্রবাসী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।