টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও ডাম্পিংজনিত সমস্যা এখনও রয়েছে। তবে এ ব্যাপারে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ ভোর ৩টা ৫৫ মিনিটে টঙ্গীর মাজার বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট সেখানে পৌঁছে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টা ৫৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।


আজ শনিবার (২৭নভেম্বর) ভোরের দিকে সেনাকল্যাণ ভবনের পাশে অবস্থিত মাজার বস্তিতে এ আগুন লাগে। এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. রায়হান।

এদিকে টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। কিছু কিছু স্থানে এখনো আগুন জ্বলছে। সেগুলো নেভানোর চেষ্টা চলছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। বস্তিটিতে ৪০০টির বেশি ঘর ছিল। তার মধ্যে ২০০টির বেশি ঘর পুড়ে গেছে।

 

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পরে তদন্ত করে আগুনে ক্ষতির পরিমাণ নিরূপণ করা যাবে।

 

টঙ্গীর হাজির মাজার বস্তিতে ভয়াবহ আগুনদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment